ফেনীতে প্রবাস ফেরত যুবকের ওপর হামলা


ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের পশ্চিম দেবীপুর মিয়াজি বাড়ির প্রবাস ফেরত যুবক মো. নয়ন (২৯)-এর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয়ভাবে সালিশ ডাকার পর এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ মাস আগে নয়নকে তার দূরসম্পর্কের মামা ইয়াসিন (৪২) মালদ্বীপে পাঠান। ড্রাইভার ভিসার কথা বলে ১ লাখ টাকা নিলেও বাস্তবে তাকে লেবার ভিসায় পাঠানো হয়। বিদেশে গিয়ে সমস্যার মুখে পড়া নয়ন দেশে ফেরার পর থেকে বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
অভিযুক্ত ইয়াসিন জানান, নয়নকে পরিবারের সচ্ছলতার জন্যই বিদেশ পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে নয়ন মারামারিতে জড়িয়ে জেলে যায় এবং পরে দেশে ফেরত পাঠানো হয়। তিনি দাবি করেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজানো হয়েছে। বরং উল্টো আমাদেরকেই মারধর করে উসকানি দেওয়া হয়েছে।”
অপরদিকে, ভুক্তভোগী নয়নের অভিযোগ—সালিশে মীমাংসার আশ্বাস দেওয়ার পরও সোমবার ইয়াসিন, তার ভাই রুবেল ও জামালের নেতৃত্বে ২০–৫০ জন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। নয়নের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা তিনটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।
নয়ন বলেন, “আমি আইনকে শ্রদ্ধা করি। সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/ এমএইচ