আওয়ামী লীগের কর্মসূচি পালনের ঘোষণা


রাজধানীর পান্থপথ এলাকায় পানি ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, পান্থপথ সিগন্যালের সামনে একজনের ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তুু উদ্ধার করা হয়েছে। ডিবি, সিটিটিসি এবং পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে এটি নেয়া হচ্ছিল। এ ঘটনায় কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, রাজধানীর ফার্মগেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনসহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ