• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

জুলাই সনদ ও সংবিধান ছাড়া ভোট নয়: সারজিস

নিজস্ব প্রতিবেদক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পি.এম.
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম -ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘জুলাই সনদের বাস্তবায়ন, মৌলিক সংস্কার, ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার এবং নতুন সংবিধান ছাড়া এনসিপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। এগুলো বাস্তবায়ন না হলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। তাই এসব প্রস্তাবনা কার্যকর করা অপরিহার্য।’

বুধবার (২৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগারের হলরুমে জেলা ও উপজেলা কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা শ্রদ্ধা করি। তবে বিএনপি ও সব রাজনৈতিক দলকে বলতে চাই, ভারতীয় আধিপত্যের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। ভারতের আশীর্বাদ নিয়ে কোনো দল রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না। বিএনপি ও জামায়াতসহ ছোট দলগুলোকে যে ধরনের চাপ দেওয়া হয়েছিল, তার ফল আওয়ামী লীগ আজ ভোগ করছে।’

সারজিস আলম আরও বলেন, ‘১৯৭৫ সালের ২৪-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশে হাজারো ছাত্র ও জনতাকে হত্যা করেছে। আওয়ামী ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না। দল হিসেবে তাদের বিচার হবে ও নিষিদ্ধ করা হবে। ফ্যাসিস্ট ও ছাত্র-জনতা কখনো একসঙ্গে চলতে পারবে না।’

তিনি জাতিসংঘে অংশগ্রহণকালে আখতার হোসেন ও ডা. তাসনিম জারার যুক্তরাষ্ট্রে হেনস্থার ঘটনায় সরকারের দায়েরও ক্ষোভ প্রকাশ করেন। জাতীয় নির্বাচন ও সংবিধান সংশোধনে জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করার গুরুত্বে জোর দেন।

সারজিস আলম বলেন, দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অগ্রাধিকারের বিষয় এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া কোনো রাজনীতি করা যাবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই দিকের প্রস্তাব ও রাজনৈতিক বিশ্লেষণ
দুই দিকের প্রস্তাব ও রাজনৈতিক বিশ্লেষণ
মামলা করলেন আখতার হোসেন
মামলা করলেন আখতার হোসেন
পিআর হলে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন
পিআর হলে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন