• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাজারে আইফোন ১৭ সিরিজ, আলোচনায় পাতলা ‘আইফোন এয়ার’

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ পি.এম.
অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ। সংগৃহীত ছবি

বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ। ইতিমধ্যেই ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন। নতুন আইফোন ১৭ প্রো মডেলের ক্যামেরা নিয়ে আলোচনা থাকলেও সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আইফোন এয়ার, যা এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন।

তবে সরু নকশার কারণে মডেলটিতে কিছু ছাড় দিতে হয়েছে—ছোট ব্যাটারি, কম ক্যামেরা এবং আগের আইফোন প্লাস মডেলের তুলনায় বেশি দাম।

ব্যাটারি ও পারফরম্যান্স

আইফোন এয়ারে ব্যবহার করা হয়েছে প্রায় ৩১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এখানে সিলিকন কার্বন প্রযুক্তি নেই, যা ছোট ব্যাটারিতে বেশি শক্তি সঞ্চয় করতে সহায়তা করে। ফোনটির ভেতরের অংশ গুছিয়ে সাজানো হয়েছে, যা প্রকৌশল নকশার অভিনবত্বের উদাহরণ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টমস গাইড জানিয়েছে, প্রত্যাশার চেয়ে ভালো করেছে আইফোন এয়ার।

স্ক্রিন-অন টাইম: গড়ে প্রায় ৬ ঘণ্টা

টানা ওয়েব ব্রাউজিং: সর্বোচ্চ ১২ ঘণ্টা

ফলে ব্যাটারির স্থায়িত্ব আশঙ্কার মতো খারাপ নয়। কিছু ক্ষেত্রে এটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ মডেলের সমতুল্য। তবে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত আইফোন ১৭ প্রো ম্যাক্স এক চার্জে আরও প্রায় ৬ ঘণ্টা বেশি ব্যবহার করা যায়। এজন্য আইফোন এয়ার ব্যবহারকারীদের বিশেষ করে বাইরে থাকলে দিনের মাঝপথে চার্জ দিতে হতে পারে।

উন্মোচন ও বাজারে আসা

অ্যাপলের বার্ষিক সেপ্টেম্বর আয়োজনে (৯ সেপ্টেম্বর) উন্মোচিত হয় নতুন আইফোন ১৭ সিরিজ। ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয় এবং ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাচ্ছে ডিভাইসগুলো।

সূত্র: নিউজ১৮ ডটকম

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিলিয়ন সিট উঁচু হয় কেন?
পিলিয়ন সিট উঁচু হয় কেন?
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
১০টি ভুল যা বারবার নষ্ট করে আপনার ফোনের চার্জার
১০টি ভুল যা বারবার নষ্ট করে আপনার ফোনের চার্জার