ছাগলকাণ্ডে মতিউরের জামিন নামঞ্জুর, ইমরান গ্রেপ্তার


ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে দুদকের অন্য মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ বুধবার (২৪ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিন সকাল ১০টার দিকে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে তাদের মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয় এবং বেলা ১২টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় আদালতের এজলাসে তোলা হয়। আদালতে অবস্থানকালে মতিউর ও ইমরান একে অপরকে দেখে কিছুক্ষণ আলাপ করেন।
দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় মতিউর রহমানের জামিনের আবেদন করেন আইনজীবী ওয়াহিদুজ্জামান। তবে আদালত এটি নামঞ্জুর করেন। ইমরান হোসেনের গ্রেফতার দেখানোর আবেদনও আদালত মঞ্জুর করেন।
মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আনোয়ার হোসেন তাকে ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেন। এছাড়া তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকা মূল্যের সম্পদের মালিক হয়েছেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, ইমরান হোসেনের বিরুদ্ধে অভিযোগ, প্রজনন অনুপযোগী গবাদিপশু আমদানি ও বিক্রির ক্ষেত্রে ভুয়া অনুমোদনপত্র তৈরি করে ব্রাহামা জাতের ১৫টি গরু আমদানি করা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এগুলি সুলভ দামে বিক্রি করা উচিত ছিল, কিন্তু তারা বিধি লঙ্ঘন করে এগুলো জবাই দেখানোর কৌশল অবলম্বন করেন।
গত ১৫ জানুয়ারি গোয়েন্দা পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে গ্রেফতার করে। আর গত ৩ মার্চ দুপুরের দিকে ইমরান হোসেনকে গ্রেফতার করে সিআইডি।
ভিওডি বাংলা/জা