• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

মির্জা ফখরুল ও এনসিপি নেতাদের ওপর হামলায় ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তার ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট,  সাবেক সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ, পংকজ রায়-সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধন তারা বলেন, আওয়ামী গণহত্যাকারীদের দ্বারা যে হেনস্তার ঘটনা ঘটেছে এটা দেশেও হতে পারে আবার বিশ্ববিদ্যালয়েও হতে পারে। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে যে রুটিন ওয়ার্ক গুলো আছে এর বাইরে যদি তারা কোন কাজ করার চেষ্টা করে তাহলে তাদেরকে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। জুলাইয়ের পক্ষের শক্তি  যারা জুলাইকে ধারণ করে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা না। এটা পতিত স্বৈরাচারের স্টেক যারা ছিল তাদের প্রয়াস ও প্রচেষ্টার ফসল। আমরা আশঙ্কা করছি তারা টার্গেট করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান থাকবে অনতিবিলম্বে গণহত্যাকারীর যারা অংশীদার ও যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 

মানববন্ধনে তারা হুঁশিয়ারি করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে যারা অংশ নিয়েছিলেন এবং হাসিনা রেজিমে যারা সুবিধা ভোগী করেছে এবং সমর্থন দিয়েছে আমরা ভাবছিলাম এক বছরে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এখন হয়তো তাদের বোধগম্য হবে এবং গ্লানি কাজ করবে। কারণ তারা  গণহত্যাকারীদের অংশীদার। কোন না কোন ভাবে তাদেরকে সহযোগিতা করেছে। যদি তারা সংশোধন না হয় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনভাবে ফ্যাসিবাদের পক্ষকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি বিভিন্ন তারা বিভিন্ন পন্থায় সংঘটিত হওয়ার চেষ্টা করছে। এই ধরনের সংঘটিত হওয়ার প্রচেষ্টা যদি ধারাবাহিক রাখেন তাহলে আমরা দাঁতভাঙ্গা জবাব দেব। আপনাদেরকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি।

কারণ আমরা যদি একসাথে হই এটাই আপনাদেরকে মোকাবেলার জন্য যথেষ্ট। জুলাই অভ্যুত্থানের হারানোর কিছুই নেই। 

আমরা বর্তমানে যে জীবন যাপন করছি এটা সৃষ্টিকর্তা প্রদত্ত উপহার। সেক্ষেত্রে আমাদের পিছন ফেরার কোন সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় আপনারা যুক্ত হবেন না, যদি হন তাহলে আপনাদেরকে জবাবদিহিতার আওতায় আনবো।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবি শিক্ষার্থীদের বার্ষিক জরিপে যত নাম্বার পেলেন উপাচার্য
ইবি শিক্ষার্থীদের বার্ষিক জরিপে যত নাম্বার পেলেন উপাচার্য
চাকসু নির্বাচন ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে
চাকসু নির্বাচন ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে
আবিদ-উমামা ও কাদেরের নানা অভিযোগ
আবিদ-উমামা ও কাদেরের নানা অভিযোগ