সংবাদ সম্মেলনে বাংলাদেশকে কটাক্ষ, পরে ক্ষমা চান শাহীন আফ্রিদি


এশিয়া কাপের সুপার ফোরে শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা টিকিয়ে রেখেছে পাকিস্তান। তাই টাইগারদের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। সেখানে বাংলাদেশকে নিয়ে এক পর্যায়ে কটাক্ষ করে তিনি আলোচনায় আসেন। এক সাংবাদিক বাংলাদেশ দলকে “টাইগার” বলে উল্লেখ করলে আফ্রিদি সঙ্গে সঙ্গেই প্রশ্ন ছুড়ে দেন—“টাইগার কৌন?” (টাইগার কারা?)। পরে সাংবাদিকরা “বাংলাদেশ” বললে তিনি হেসে ‘সরি’ বলেন।
তবে মাঠের লড়াইয়ের প্রসঙ্গে আফ্রিদি টাইগারদের সমীহও দেখিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হয়। তাদের সুযোগ দেওয়া যাবে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই আমাদের সেরা খেলতে হবে।”
সুপার ফোরে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের সংগ্রহ এখন ২ পয়েন্ট। ফলে বাংলাদেশের বিপক্ষে জয় পেলে ফাইনালে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখবে তারা।
ভিওডি বাংলা/ আরিফ