অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্লাসিকো


ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই এল ক্লাসিকো— রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। বিশ্বজুড়ে সমর্থকদের আগ্রহের কেন্দ্রে থাকা এই ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২৬ অক্টোবর লা লিগায় মৌসুমের প্রথম ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই পরাশক্তি।
স্পেনের রাজধানী মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে মাঠের লড়াই। ছয় ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। বৃহস্পতিবার রিয়াল খেলবে রিয়াল ওবেইদোর মাঠে।
গত মৌসুমে চার ক্লাসিকোতেই জয় পেয়েছিল বার্সেলোনা। লা লিগায় ৪-০, সুপার কাপের ফাইনালে ৫-২, কোপা দেল রে ফাইনালে ৩-২ এবং মৌসুমের শেষ ক্লাসিকোয় ৪-৩ গোলের জয় তুলে নেয় হান্সি ফ্লিকের দল। ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এক মৌসুমে রিয়ালের বিপক্ষে চারটি ম্যাচে জয় পায় কাতালান ক্লাবটি।
রিয়ালের দায়িত্ব নেওয়ার পর জাবি আলোনসোর এটিই প্রথম এল ক্লাসিকো। অন্যদিকে ফ্লিকের এটি পঞ্চম। আগের চারটি ক্লাসিকোতেই জয়ী হওয়া ফ্লিকের সামনে রয়েছে অনন্য এক রেকর্ড গড়ার সুযোগ। কোচ হিসেবে টানা পাঁচ ক্লাসিকোয় জয়ের রেকর্ড আছে কেবল পেপ গার্দিওলার। বার্নাব্যুতে জয় পেলে সেই কীর্তির পাশে বসবেন ফ্লিকও।
ভিওডি বাংলা/ আরিফ