বাংলাদেশের বিপক্ষে যে পরিকল্পনা ছিল ভারতের


বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনা করলেও শেষ দিকে ব্যাটিংয়ে খেই হারায় তারা। তবুও দলের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, এই ম্যাচে ব্যাটিং অর্ডারে রদবদল ছিল এক ধরনের পরীক্ষা-নিরীক্ষা।
ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, ‘প্রতিযোগিতায় আমরা প্রথমে ব্যাট করার সুযোগ কম পেয়েছি। তাই বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং পরীক্ষা করতে চেয়েছিলাম। সুপার ফোরে আমাদের ব্যাটিং খুবই গুরুত্বপূর্ণ। এখানকার পিচ ধীরে ধীরে মন্থর হয়ে যাচ্ছে, তবে শিশিরের সমস্যা নেই। তাই আমরা ২০ ওভার ব্যাট করার পরিকল্পনাই করেছিলাম।’
শিবাম দুবেকে তিন নম্বরে নামানোও ছিল সেই পরিকল্পনার অংশ। সূর্যকুমার বলেন, ‘বাংলাদেশের ভালো বাঁহাতি স্পিনার ও লেগ স্পিনার আছে। শিবাম স্পিন ভালো খেলে। তাই আমরা চেয়েছিলাম ৭ থেকে ১৫ ওভারের মধ্যে সে নামুক। আমাদের পরিকল্পনা অনুযায়ী সেটাই হয়েছে। যদিও সে রান করতে পারেনি, তবে আমরা এই পরিকল্পনা ধরে এগোব।’
প্রথম ১০ ওভারে ৯৬ রান তুলেও শেষ পর্যন্ত ভারত থেমে যায় ১৬৮ রানে। এ প্রসঙ্গে সূর্যকুমার বলেন, ‘এই মাঠের আউটফিল্ড ধীরগতির। দ্রুত আউটফিল্ড হলে ১৮০–১৮৫ রান করা সম্ভব ছিল। তবে আমরা জানি, যদি ১২-১৪ ওভার ভালো বল করি, যেকোনো রান নিয়েই জিততে পারব।’
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুক্রবারের সেই ম্যাচ কার্যত নিয়মরক্ষার, কারণ ইতোমধ্যে ফাইনালে পৌঁছে গেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ে শ্রীলঙ্কার বিদায়ও নিশ্চিত হয়েছে।
ভিওডি বাংলা/জা