সৈয়দপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত


মবমুক্ত বাংলাদেশ এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়। পার্টির চেয়ারম্যান হযরত আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদীর নির্দেশক্রমে দলের স্থানীয় শাখা এই কর্মসূচি পালন করে। উপজেলার কাশিরাম ইউনিয়নের হাজারীহাট স্কুল এন্ড কলেজ মাঠে বুধবার সন্ধ্যায় পালন করা হয় ওই কর্মসূচি।
এ জনসভা ও র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্টির নীলফামারী সাংগঠনিক জেলা শাখা ২’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী। সংগঠনের ইউনিয়ন নেতা তহিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে জনসভায় বক্তব্য রাখেন হযরত মাওলানা মোঃ শফিকুল ইসলাম, পার্টির জেলা কমিটির নেতা আমিনুল হক, শাহাজাহান সিরাজ, শাহজাহান আলী প্রমুখ।
জনসভা শেষে জাকের ও জাকেরানদের এবং দলের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিশাল র্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার হাজারীহাট স্কুল এন্ড কলেজ মাঠে এসে শেষ হয়।
বক্তারা সেদিন তাদের বক্তব্যে বলেন, জাকের পার্টি পীর মুরিদের দল। সুফী সাধকের দল। এ দলের নেতাকর্মীরা কোনো বিশৃঙ্খলা পছন্দ করে না। এমনকি সমাজে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করুক তাও চায় না। এজন্য আমাদের দলের অবস্থান মববিরোধী। যারা দেশে মব সৃষ্টি করছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
জনসভায় উপস্থিত বক্তারা আরো বলেন, দেশের বর্তমান পরিস্থিতি দেখে পার্টির চেয়ারম্যান সমাজে মব সৃষ্টির বিরুদ্ধে এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অভিপ্রায়ে ২০ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সাধারণ মানুষকে সচেতন করার প্রত্যয়ে জনসভা ও র্যালির কর্মসূচি ঘোষণা করেন। তারই অংশ হিসাবে অনুষ্ঠিত হলো কাশিরাম ইউনিয়নে জনসভা ও র্যালি। আগামী দিনে দলের পক্ষ থেকে গোলাপফুল মার্কায় ভোট প্রদানের আহ্বান জানানো হয়। সব কর্মসূচি শেষে দূর দূরান্ত থেকে আগত জাকের ভাই বোনদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ