• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিগগির দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পি.এম.
ডা. এ জেড এম জাহিদ হোসেন-ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডি-ফ্যাবের সদস্যদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “জনগণের কাছে যারা সমাদৃত এবং দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবেন, তারাই বিএনপির মনোনয়ন পাবেন। গত ১৮ মাস ধরে নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে, নেতাকর্মীরা দেশব্যাপী ব্যস্ত আছেন। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে আসবেন। দেশে ফিরে তিনি শুধু বিএনপির নয়, গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন। নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি।”

২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে দেশে ফিরতে পারেননি। বিভিন্ন মামলা ও বিচারের মুখোমুখি থাকার কারণে দেশে আসা সম্ভব হয়নি। লন্ডন থেকে দলের কার্যক্রম পরিচালনা করছেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: খসরু
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: খসরু
দুর্নীতি রোধ একমাত্র বিএনপিই করতে পারে
তারেক রহমান দুর্নীতি রোধ একমাত্র বিএনপিই করতে পারে
ডিইউজে গণমাধ্যম স্বাধীনতায় আরও সক্রিয় হবে: জামায়াত আমির
ডিইউজে গণমাধ্যম স্বাধীনতায় আরও সক্রিয় হবে: জামায়াত আমির