• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের কার্যক্রম নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা শেষ হতে চলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, যা জানাবে-টিকটকের মার্কিন অপারেশন বিক্রির চুক্তি কংগ্রেসে পাশ হওয়া আইনের শর্ত পূরণ করছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেস একটি আইন পাস করে, যেখানে বলা হয়-চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রে চলতে পারবে না। জাতীয় নিরাপত্তা ও ডেটা সুরক্ষার কারণে অ্যাপটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ট্রাম্প প্রশাসন পরে সময়ক্ষেপণ করে, মার্কিন বিনিয়োগকারীদের মাধ্যমে টিকটকের মার্কিন শাখা আলাদা করার উদ্যোগ নেয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের সক্রিয় ব্যবহারকারী প্রায় ১৭ কোটি। ট্রাম্প নিজেও এই প্ল্যাটফর্মে সক্রিয় এবং তার অনুসারী ১ কোটি ৫০ লাখ। তিনি দাবি করেছেন, টিকটক তার পুনর্নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া হোয়াইট হাউস সম্প্রতি একটি অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করেছে।

নতুন নির্বাহী আদেশে জানানো হবে-হোয়াইট হাউসের মধ্যস্থতায় টিকটকের মার্কিন অপারেশন বিক্রির চুক্তি আইনের শর্ত পূরণ করছে।

আইন বাস্তবায়নের সময়সীমা আরও বাড়ানো হবে।

মার্কিন বিনিয়োগকারীদের মাধ্যমে টিকটকের মালিকানা কাঠামো পরিবর্তনের প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, আদেশ কার্যকর হলে টিকটক মার্কিন বাজারে টিকে থাকবে, তবে সম্পূর্ণ ভিন্ন মালিকানায়। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করছে, টিকটক শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, মার্কিন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবও ক্রমেই বাড়ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইফোন ১৮ সিরিজে থাকছে না আন্ডার-স্ক্রিন ফেস আইডি
আইফোন ১৮ সিরিজে থাকছে না আন্ডার-স্ক্রিন ফেস আইডি
ঝিনুক থেকে অনুপ্রেরণা, তৈরি হলো হাড় জোড়া দেওয়ার আঠা
ঝিনুক থেকে অনুপ্রেরণা, তৈরি হলো হাড় জোড়া দেওয়ার আঠা
বাড়তি থাকলে ছাড়তে হবে ৩০ অক্টোবরের মধ্যে
বাড়তি থাকলে ছাড়তে হবে ৩০ অক্টোবরের মধ্যে