• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

উ. কোরিয়ার কাছে দুই হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম: দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পি.এম.
উত্তর কোরিয়ার কাছে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার। সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ার কাছে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার একীকরণমন্ত্রী চুং দং-ইয়ং এ তথ্য জানান। তার ভাষ্য, আমেরিকান সায়েন্টিস্টস ফেডারেশনসহ বিভিন্ন বিশেষজ্ঞের প্রতিবেদনের ভিত্তিতেই এ মূল্যায়ন করা হয়েছে।

চুং বলেন, “বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ (৯০ শতাংশ বা তার বেশি) ইউরেনিয়াম মজুত রয়েছে।”

তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র–উত্তর কোরিয়া আলোচনায় স্থবির হয়ে পড়া পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে এগিয়ে নিতে এ মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া ঘোষণা দেয়, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে তাদের মর্যাদা “স্থায়ী” এবং “অপরিবর্তনীয়”। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের অব্যাহত নিরস্ত্রীকরণের দাবিকে নিন্দা জানায়।

পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আলোচনায় ফিরতে প্রস্তুত, তবে শর্ত একটাই— স্থায়ীভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অগ্নি-প্রাইম’ নতুন ক্ষেপণাস্ত্র বানাল ভারত
‘অগ্নি-প্রাইম’ নতুন ক্ষেপণাস্ত্র বানাল ভারত
৮৯৮ অনিবন্ধিত অভিবাসী আটক, ১৫০ জন বাংলাদেশি
৮৯৮ অনিবন্ধিত অভিবাসী আটক, ১৫০ জন বাংলাদেশি
ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাল ভারত
ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাল ভারত