যশোরে গর্ভবতী গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা


যশোরে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে হাতেনাতে ধরেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় মাংস ধ্বংস করা হয় এবং বিক্রেতাকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর শহরের ধর্মতলা এলাকার নজরুল ইসলামের মাংসের দোকানে অভিযান চালানো হয়। স্থানীয়দের ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায়, দোকানের পেছনে গরু জবাই করা হয় এবং গর্ভে থাকা বাচ্চা আলাদা করা হয়।
অভিযান চালানোর সময় দোকানের মালিক নজরুল ইসলাম পালিয়ে যান। নিয়ম না মানার কারণে তাকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানের চাপাতি, ছুরি ও ওজনের যন্ত্র জব্দ করা হয়।
তবে দোকানের ম্যানেজার আব্দুল আলীম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কোনো গর্ভবতী গরু জবাই করিনি। আমাদের সুনাম নষ্ট করতে কেউ ষড়যন্ত্রমূলকভাবে এ কাজ করেছে।”
ভিওডি বাংলা/জা