• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

জাতিসংঘে ভারতের তীব্র সমালোচনা প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পি.এম.
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেনি, যার কারণে দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছে। এ ছাড়াও আঞ্চলিক জোট সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা। 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারতের কর্মকাণ্ড নিয়ে প্রধান উপদেষ্টা বিভিন্ন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “ছাত্ররা যা করেছে, তা ভারত পছন্দ করেনি, এজন্য আমাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। এছাড়া ভারত থেকে প্রচারিত ভুয়া খবরও পরিস্থিতি আরও জটিল করেছে। তারা গত বছরের গণবিপ্লবকে ইসলামি আন্দোলন হিসেবে তুলে ধরেছে।”

ড. ইউনূস ভারতের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, “ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সমস্যার সৃষ্টি করছেন। এটি দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।”

প্রধান উপদেষ্টা আরও অভিযোগ করেন, ভারতের কারণে সার্ক কার্যক্রম স্থবির। তিনি বলেন, “সার্ক কাজ করছে না, কারণ একটি দেশের রাজনৈতিক মনোভাব জোটের সঙ্গে মানানসই নয়।” এছাড়া তিনি এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগদানের আগ্রহও প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী সম্মেলন ২০১৬ সালে হওয়ার কথা থাকলেও উরিতে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানায়। ভারতের মনোযোগ বর্তমানে বিমসটেক জোটের দিকে বেশি, যেখানে তারা বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে জানিয়ে থাকে। সর্বশেষ বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অগ্নি-প্রাইম’ নতুন ক্ষেপণাস্ত্র বানাল ভারত
‘অগ্নি-প্রাইম’ নতুন ক্ষেপণাস্ত্র বানাল ভারত
৮৯৮ অনিবন্ধিত অভিবাসী আটক, ১৫০ জন বাংলাদেশি
৮৯৮ অনিবন্ধিত অভিবাসী আটক, ১৫০ জন বাংলাদেশি
ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাল ভারত
ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাল ভারত