সৌদিতে ১৩ দিনের আন্তর্জাতিক কমেডি উৎসব শুরু


সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হচ্ছে টানা ১৩ দিনের আন্তর্জাতিক কমেডি উৎসব। এটি ৯ অক্টোবর পর্যন্ত চলবে। উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের ৫০ জন কমেডিয়ান অংশগ্রহণ করবেন। আগামীকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শো দেখতে হলে টিকিট কাটতে হবে।
তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এই আয়োজনকে নিয়ে প্রশ্ন তুলেছে। সংস্থাটি বলেছে, সৌদি সরকার এই উৎসবের মাধ্যমে তাদের মানবাধিকার লঙ্ঘনের নজর সরানোর চেষ্টা করছে। উল্লেখ্য, উৎসব চলাকালীন সময় সাংবাদিক ও কলামিস্ট জামাল খাশোগির মৃত্যুর সাত বছর পূর্ণ হবে। সাত বছর আগে তুরস্কে সৌদির একটি গুপ্তহত্যাকারী দল খাশোগিকে হত্যা করে এবং মরদেহ ধ্বংস করে।
এইচআরডব্লিউ-এর সৌদি বিষয়ক গবেষক জোয়ে শেয়া বলেছেন, “সৌদিতে অংশ নেওয়া কমেডিয়ানরা দেশটির বন্দি অধিকারকর্মীদের মুক্তি দাবি করতে পারে বা ফাঁসিতে ঝুলানো ব্যক্তিদের বিষয়ে কথা বলতে পারে।” সংস্থা কিছু কমেডিয়ানের প্রতিনিধি ও ব্যবস্থাপকদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া পাননি।
উৎসবে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কমেডিয়ানরা, যার মধ্যে আছেন কেভিন হার্ট, ডেভ চ্যাপেল, আজিজ আনসারি, পেটে ডেভিডসন এবং জিমি কার। এটি বিশ্বের সবচেয়ে বড় কমেডি শো হিসেবে পরিচিত। সৌদি আরবের ভিশন-২০৩০-এর অংশ হিসেবে দেশের অর্থনীতিকে তেলের ওপর থেকে কম নির্ভরশীল করতে এই ধরনের বিনোদনমূলক আয়োজন চলছে।
সূত্র: জুরিস্ট
ভিওডি বাংলা/জা