• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেব্রুয়ারিতে নির্বাচন চায় দেশের ৮৬% মানুষ: জরিপ ‘ইনোভেশন’

নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত


ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন দেশের ৮৬ শতাংশ মানুষ। নতুন সরকার গঠনের জন্য ভোটারদের পছন্দের তালিকায় সবচেয়ে এগিয়ে বিএনপি, ৪০ শতাংশের বেশি ভোটার তাদের সমর্থন জানিয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছে জামায়াতে ইসলামী, যাকে ভোট দেবেন বলে জানিয়েছেন ৩১ শতাংশ ভোটার।

কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগকে ভোট দিতে চান প্রায় ১৮ শতাংশ ভোটার। জাতীয় পার্টির প্রতি আস্থা রাখছেন মাত্র ৪ শতাংশ ভোটার। এই জরিপ চালানো হয়েছে দেশের ১,৫০০০০ ওয়ার্ড ও মহল্লার ১০,৪১৩ জনের মধ্যে ‘ইনোভেশন’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে।

গত মার্চের তুলনায় বিএনপির সমর্থন অপরিবর্তিত থাকলেও, আওয়ামী লীগের সমর্থন প্রায় চার শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ শতাংশে পৌঁছেছে। জাতীয় পার্টির সমর্থন কমে ৪ শতাংশে নেমেছে।

স্থানীয় পর্যায়ে সমর্থনের বিচারে দেখা গেছে, ছয়টি বিভাগের মধ্যে বিএনপি এগিয়ে থাকলেও রংপুরে জামায়াত এবং বরিশালে আওয়ামী লীগ শীর্ষে। ভোটারদের মধ্যে ৬৬ শতাংশ প্রার্থী যোগ্যতার ওপর গুরুত্ব দিচ্ছেন, দল বা প্রতীকের ওপর নয়, যা প্রমাণ করছে পিআর পদ্ধতির প্রতি জনমত খুব কম।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন প্রায় ৪৬ শতাংশ ভোটার। এছাড়া দেশের প্রায় ৬৬–৭০ শতাংশ মানুষ মনে করেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস আগামীকাল
শহীদ বুদ্ধিজীবী দিবস আগামীকাল