প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বিপাকে দশম শ্রেণির ছাত্রী


প্রেমিকের সঙ্গে দেখা করতে হবিগঞ্জ থেকে রংপুরের উদ্দেশ্যে বাসে রওনা দিয়েছিল দশম শ্রেণির এক ছাত্রী। কিন্তু বাসে ঘুমিয়ে পড়ায় গাজীপুরে নামতে না পেরে ভুল করে ঢাকার মহাখালী এসে পৌঁছায় সে। এরপর বিপাকে পড়ে যায় কিশোরীটি। শেষ পর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক যাত্রীর ফোনে উদ্ধার হয় সে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জের ওই কিশোরী পরিবারকে কিছু না জানিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেয়। গাজীপুরে নেমে অন্য বাসে রংপুর যাওয়ার কথা থাকলেও বাসে ঘুমিয়ে থাকায় নামতে পারেনি। গভীর রাতে ঢাকার মহাখালী টার্মিনালে পৌঁছালে সব যাত্রী নেমে গেলেও বাসে রয়ে যায় কিশোরীটি।
এ সময় বাসের স্টাফরা তাকে নানা প্রশ্ন করতে থাকে। পরিস্থিতি দেখে রাত ৩টার দিকে এক যাত্রী ৯৯৯ নম্বরে কল দেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, বাসচালক ও স্টাফরা মেয়েটির ক্ষতি করতে পারে।
খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবার ঢাকা পৌঁছালে তাকে হস্তান্তর করা হবে।
ভিওডি বাংলা/ আরিফ