পিআর ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত: ডা. তাহের


জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “পিআর ছাড়া জামায়াত নির্বাচনে যাবে, এমন কোনো কথা আমরা কখনো বলিনি। এখনও ৫ মাস সময় আছে, আলোচনার সুযোগ রয়েছে। আমরা আশা করি, বিষয়টি সমাধান হবে। সবাই একমত হওয়ার পরই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
ডা. তাহের বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঠিকানার ফেসবুক লাইভে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি আরও বলেন, “আমি মনে করি, ফেব্রুয়ারিতে নির্বাচন বন্ধ হবে না। অনেক বিষয় সহজেই সমাধানযোগ্য এবং ফেব্রুয়ারির আগেই বেশ কিছু বিষয় সমাধান হয়ে যাবে; নির্বাচন হবে।”
জামায়াত-বিএনপি নেতাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগের বিষয়ে ডা. তাহের বলেন, “এটা সম্পূর্ণ ভুল অভিযোগ। যারা এটা বলছে, তারা বিষয়টি বুঝে বলছে না। আমরা ড. ইউনূসের পক্ষে লড়াই করব না।”
বিমানবন্দর থেকে আলাদা বের হওয়ার কারণের ব্যাখ্যায় ডা. তাহের বলেন, “আমরা একসঙ্গে বের হতে চেয়েছিলাম। তবে ড. ইউনূস ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের ভিসা (জি-১) এবং আমাদের ভিসা (বি১/বি২) ভিন্ন হওয়ায় আলাদা বের হতে হয়েছে। একই রকম প্রটেকশনের জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি।”
ভিওডি বাংলা/জা