• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

ব্যক্তি,কর্ম ও সামাজিক জীবনে সফল রহমত উল্লাহ : আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও অধ্যক মো. রহমত উল্লাহ তার ব্যক্তি, কর্ম ও সামাজিক এই তিন জীবনে তিনি সফল একজন মানুষ ছিলেন। তার সাথে আমার খুব সময় মেশার সুযোগ হয়েছে। কিন্তু যে টুকু সময় তার সাথে চলেছি, তাকে আদর্শবান মানুষ হিসাবে মনে হয়েছে ।

বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর) কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে মো. রহমত উল্লাহ এর বিদায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, রহতম উল্লাহ কর্মময় জীবন যে সফল তা বুঝা যায় এই শিক্ষার্থীদের চোখের পানি দেখে। আমি খুব অল্প সময়ের জন্য ওনাকে পেয়েছি। এই অল্প সময়ে ওনি আমার মনটাকে জয় করে নিয়েছে। এবং এই অল্প সময়ে আমি ওনাকে সাথে নিয়ে এই মুহাম্মদপুরে প্রত্যক প্রধান শিক্ষকদের নিয়ে একটা মালা গেথে ছিলাম আমি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, শিক্ষকদের মনে রাখতে হবে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য রাষ্ট্র আপনাদের বেতন দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য ভবন তৈরি করে দিচ্ছে। আপনারা যে বেতন নিবেন সেটা হালাল করে নিতে হবে। 

তিনি বলেন, আমি একজন খুব ক্ষুদ্র নাগরিক হিসাবে এ দেশের জন্য যুদ্ধ করেছি। আমি এখনো মনে করি আমার দায় যে দায়িত্বটা আছে এই দেশটাকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌছানো। এই সমাজের মানুষগুলোর কাঙ্ক্ষিত লক্ষ্য পৌছানোর। এই জন্য আমি যতটুকু সময় পেয়েছি ওনাদের নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি। সেখানে রহমত উল্লাহ সাহেব উল্লেখ যোগ্য ভূমিকা পালন করেছে। তিনি এই কলেজ থেকে বিদায় নিলেও আমার সব কাজে তার থাকতে হবে। 

তিনি রহমত উল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আপনি তো সাকর্সেস আপনার জীবনে তো কোন অপৃর্ণতা নাই। পৃর্ণতার জীবন আপনি পেয়েছেন, এই জন্য আল্লাহ কাছে সুখরিয়া আদায় করেন। এই কলম মতি শিক্ষার্থীদের চোখের পানি তার প্রমাণ।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মামলা করলেন আখতার হোসেন
মামলা করলেন আখতার হোসেন
পিআর হলে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন
পিআর হলে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন
আ’লীগের পুনর্বাসনে জামায়াতের ইন্ধন: রিজভী
আ’লীগের পুনর্বাসনে জামায়াতের ইন্ধন: রিজভী