ক্যাম্পাস:
গকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফল শিগগিরই


সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাভার গণ বিশ্ববিদ্যালয়
নির্ধারিত সময়ের পর আর কোনো ভোটারকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে সেই সময় কেন্দ্রে লাইনে থাকা শিক্ষার্থীরা ভোট দিতে পেরেছেন।
নিরাপত্তা ও প্রশাসনিক তদারকির জন্য ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছিল ৩৫০ জন নিরাপত্তাকর্মী। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সরাসরি ট্রান্সপোর্ট ইয়ার্ডের এলইডি স্ক্রিনে সম্প্রচারিত হচ্ছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী ও কুইক রেসপন্স টিম।
নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। দুপুরের সর্বশেষ তথ্যানুযায়ী, ভোটারদের ৬৭ শতাংশ তাদের ভোট দিয়েছেন। গবি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট দিয়েছেন।
নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো রাজনৈতিক প্রভাব নেই। নিয়ম লঙ্ঘনকারীদের শোকজ করা হচ্ছে। আশা করছি ৩-৪ ঘণ্টার মধ্যে গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা যাবে।”
ভিওডি বাংলা/জা