• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

কুমারখালীতে কৃষকদের বিপদেও মাঠে যাচ্ছেন না কৃষি কর্মকর্তারা

কুষ্টিয়া প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীর মাঠে গুলোতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলান কৃষকরা। কৃষকদের সেই ফসলের রোগ-বালাই দেখার জন্য  উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিযুক্ত রয়েছেন। কিন্তু কিছু উপ-সহকারী কৃষি কর্মকর্তার উদাসীনতার কারণে দোকান থেকে পরামর্শ নিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। যার কারণে সঠিক কীটনাশক প্রয়োগের অভাবে ফসলের অনেক ক্ষতিসাধন হচ্ছে। এই সব উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষকরা।

ভুক্তভোগী কৃষকরা জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের সঠিকভাবে তদারকি ব্যবস্থা ও জবাবদিহিতা না থাকায় তারা ইচ্ছামতো দায়িত্বে অবহেলা করছেন।

অভিযোগ পত্র থেকে জানা যায়, ছেউরিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, চাঁপড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুন এবং সাঁওতা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কৃষকদের কোন প্রকার সাহায্য সহযোগিতা করেনা। তারা ঠিক মত অফিস করেন না, সকাল ১১ টার সময় ফিল্ডে এসে, বেলা ১ টার সময় ফিল্ড থেকে বেরিয়ে যান। কিন্তু দুঃখ ও ক্ষোভের বিষয় তাদের বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ইউনিয়নের ফিয়াক সেন্টারে বসার কথা থাকলেও তারা এই সময়ে ইউনিয়নের ফিয়াকে বসেন না। অত্র এলাকার কৃষক তাদের সময় মত পায় না।

কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কৃষকের অভিযোগ,  উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠে দেখা মেলে না। কৃষকদের বিপদেও পাশে নেই তারা।
এই বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন ফল পাচ্ছে না তারা। ইউনিয়নের তিন জন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে যান না বলে অভিযোগ রয়েছে। সেই সঙ্গে তাদের সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ করা সম্ভব হয়না। বেশির ভাগ এলাকার কৃষকেরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের চেনেনও না। 

এতে ফসলের রোগবালাই নিরাময়ে কীটনাশক বিক্রেতারাই কৃষকের ভরসা হয়ে উঠেছেন। চলতি মৌসুমে আমন চাষিদের স্বপ্ন মাঠে মারা যেতে বসেছে।  বিভিন্ন রোগের আক্রমণে খেতের করুন দশা  হয়েছে। তাতে অনেক খেতেই ধান কাটার দরকার পড়বে না। তবে কৃষি কর্মকর্তারা এসব খবর জানেন না। বিশেষ করে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে না যাওয়ায় কৃষকেরা  পোকার আক্রমণ থেকে রক্ষার উপায়ও পাচ্ছেন না।

কৃষক রায়হান বলেন, ছেউরিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, চাঁপড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুন এবং সাঁওতা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আমাদের কোন প্রকার সাহায্য সহযোগিতা করেনা। তারা ঠিক মত অফিস করেন না।

কৃষক লিটন শেখ বলেন, এখন আমন ধানের মৌসুম, চাষীদের মাঠে ধান রয়েছে। মাঠে ঠিকমত শতভাগ নার্সিং
করার কথা থাকলেও, কোন মাঠে শতভাগ নার্সিং হয়নি। আমাদেরকে কোন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরামর্শ বা উঠান বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা করেন নাই। ধানের ব্লাস্ট, বিপিএস, বিএলবি, বিএলএসএস সহ নানান ধরনের রোগের উপদ্রব হয়েছে, কিন্তু উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে আসেন না, ফোন দিলে ফোন রিসিভ করেন না।

কৃষক এরশাদ আলী বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে কুমারখালীতে স্বামী স্ত্রী কর্মরত আছেন এবং তারা একই ইউনিয়নে কর্মরত থাকেন। এক কথায় এ সব উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের থেকে আমরা কোন প্রকার সাহায্য সহযোগিতা পাচ্ছি না।

ছেউরিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সাঁওতা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এবং চাঁপড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুন কে সরিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়া হোক।

চাপড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, রবিউল ইসলাম বলেন, কৃষকদের সব ধরনের সহযোগিতা করে থাকি। সব কৃষকদের কাছে যাওয়া সম্ভব হয়না। যদি কেউ পরামর্শ চাই, তাদের কে সঠিক পরামর্শ দেওয়া হয়। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে। তা সম্পূর্ণ মিথ্যা দোষারোপ।

কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ রাইসুল ইসলাম বলেন, এই সময় ধানে ক্ষতিকর পোকা আক্রমণ করে। সে কারণে কৃষক ও কৃষক গ্রুপের সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তাদের যোগাযোগ রেখে প্রতিকারের জন্য পরামর্শ দেওয়ার নির্দেশ রয়েছে। যদি কোনো উপসহকারী কৃষি কর্মকর্তা দায়িত্ব পালন না করেন, প্রমাণ পেলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

জেলা অতিরিক্ত পরিচালক (শস্য) মোঃ ওহিদুজ্জামান বলেন, এই বিষয়ে অভিযোগ পেয়েছি।  অভিযোগকারীদের ডাকা হয়েছিলো । তারা হাজির হয়নি। পরবর্তী ডেট দেয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাপুরে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
রাজাপুরে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
পাংশায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পাংশায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পাংশায় জনতার হাতে ধর্মীয় লেবাসধারী প্রতারক আটক
পাংশায় জনতার হাতে ধর্মীয় লেবাসধারী প্রতারক আটক