চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৯০৮ জন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় মোট প্রার্থী হয়েছেন ৯০৮ জন—এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪১৫ ও ১৪টি হলে ৪৯৩ জন।
কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন ২৪ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার ও সদস্যসচিব একেএম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।
কেন্দ্রীয় সংসদ
২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ প্রার্থী। এর মধ্যে এজিএস ২১, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ১৭, স্বাস্থ্য সম্পাদক ১৫, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ১৬, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক ২০ এবং কার্যনির্বাহী সদস্য পদে ৮৫ জন লড়ছেন।
হল সংসদ
ছেলেদের হলে ৩৫০ ও মেয়েদের হলে ১২৩ জনসহ মোট ৪৭৩ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। এর মধ্যে এএফ রহমান হলে ৩৮, শাহ আমানত হলে ৪৩, শহীদ ফরহাদ হলে ৪৫, সোহরাওয়ার্দী হলে ৫৩ এবং প্রীতিলতা হলে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন প্রত্যাহার ও বাতিল
মনোনয়ন প্রত্যাহার করেছেন কেন্দ্রীয় সংসদে ১১ ও হল সংসদে ৯ প্রার্থী। এছাড়া ত্রুটিপূর্ণ ফরমের কারণে কেন্দ্রীয় সংসদে ৪টি মনোনয়ন বাতিল হয়েছে।
পরীক্ষা স্থগিত
চাকসু নির্বাচনের কারণে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি আংশিক পরিবর্তন করা হয়েছে। ১৫ ও ১৬ অক্টোবরের পরীক্ষা স্থগিত থাকবে।
ভোটগ্রহণ
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে।
ভিওডি বাংলা/ আরিফ