• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পথে: প্রধান বিচারপতি

বরিশাল প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পি.এম.
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সংগৃহীত ছবি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্নের পথে। অন্তর্বর্তী সরকারের সহযোগিতা ও সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে প্রশাসনিক দ্বৈত কাঠামো (পদায়ন, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত) বিলুপ্তির মাধ্যমে বিচার বিভাগের প্রকৃত স্বায়ত্তশাসন নিশ্চিত হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বরিশালে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে বিচারিক স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

প্রধান বিচারপতি বলেন, “এক বছর আগে ২১ সেপ্টেম্বর বিচার বিভাগ সংস্কারের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল, তা এখন বাস্তবে রূপ নিয়েছে। এর ফলে আদালতের সংস্কৃতি, জনগণের প্রত্যাশা এবং প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতায় পরিবর্তন এসেছে।”

তিনি আরও জানান, ব্যাংকক থেকে দুবাই, জোহানেসবার্গ থেকে সাও পাওলো— বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের বিচার সংস্কার ও স্বাধীনতার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের প্রধান বিচারপতিদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিচারব্যবস্থাকে আরও উন্মুক্ত ও বৈশ্বিক করার প্রচেষ্টা চলছে।

সেমিনারে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলা প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপকে যুগোপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং বিচার বিভাগের আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান এফ রহমান-আনিসুল হকসহ ৪ জন গ্রেপ্তার
সালমান এফ রহমান-আনিসুল হকসহ ৪ জন গ্রেপ্তার
হাসিনার বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
হাসিনার বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
গুলশান-বনানীর তিন মামলায় ছাত্রদলের ৮ নেতা কারাগারে
গুলশান-বনানীর তিন মামলায় ছাত্রদলের ৮ নেতা কারাগারে