সারিয়াকান্দি-সোনাতলায় উন্নয়নের ৭ দফা রূপরেখা ঘোষণা


বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন কর্নেল (অবঃ) মোঃ জগলুল আহসান, এসইউপি। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সারিয়াকান্দি পাবলিক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ৭ দফা অর্থনৈতিক কর্মপরিকল্পনা এবং নিজের রাজনৈতিক দর্শন উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে কর্নেল (অবঃ) জগলুল আহসান বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতি করে আসছি। সারিয়াকান্দি-সোনাতলার মানুষের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। তাই ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়ে জনগণের সেবা করতে চাই।”
প্রস্তাবিত ৭ দফা কর্মপরিকল্পনা
১. কৃষি খাতের আধুনিকায়ন: ন্যায্যমূল্যে ফসল বিক্রি, কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষকের স্বার্থ রক্ষা।
২. শিক্ষা উন্নয়ন: প্রত্যন্ত অঞ্চলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান ও আধুনিক সুযোগ-সুবিধা।
৩. স্বাস্থ্যসেবা প্রসার: গ্রামীণ হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত।
৪. যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন: নতুন সড়ক ও ব্রিজ নির্মাণ এবং পুরনো অবকাঠামোর সংস্কার।
৫. কর্মসংস্থান সৃষ্টি: তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ক্ষুদ্র ব্যবসায় ঋণ সহায়তা।
৬. নদীভাঙন প্রতিরোধ: যমুনা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ ও পুনর্বাসন কার্যক্রম।
৭. বিদ্যুৎ ও জ্বালানি খাত: সর্বত্র বিদ্যুতায়ন ও বিকল্প জ্বালানির ব্যবহার সম্প্রসারণ।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কর্নেল (অবঃ) জগলুল আহসানের এ ঘোষণার পর থেকে সারিয়াকান্দি-সোনাতলার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। অনেকের মতে, তাঁর প্রার্থীতা এ আসনে বিএনপির শক্তিকে আরও সুসংহত করবে।
ভিওডি বাংলা/ এমএইচ