• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

হিমাগার স্থাপনে ডাচ সরকারের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এ.এম.
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ-ছবি সংগৃহীত

বাংলাদেশের গ্রামে স্বল্পমেয়াদি হিমাগার স্থাপনে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এর মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফল ও শাকসবজি সংরক্ষণ সহজ হবে, বাজারজাতকরণ বাড়বে এবং আর্থিক ক্ষতি কমবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ দ্রুত বর্ধনশীল ফল ও সবজি উৎপাদনকারী দেশে পরিণত হলেও মৌসুমে দাম পড়ে যাওয়ায় লাখো কৃষক ক্ষতির মুখে পড়েন। স্বল্পমেয়াদি হিমাগারের অভাবে কৃষকরা তাদের ফসল সংরক্ষণ করতে পারছেন না। তিনি নেদারল্যান্ডসকে কৃষি প্রযুক্তিতে সহযোগিতা এবং গবেষক পাঠানোর আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, প্রতিবছর সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ ফল-সবজি নষ্ট হয়। অথচ আম, কাঁঠাল, পেয়ারা জাতীয় ফলের আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ছে। তাই উন্নত সংরক্ষণ প্রযুক্তি ও লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

তিনি নেদারল্যান্ডসের পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক প্রযুক্তিতে নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের জলবায়ু, নদী ব্যবস্থাপনা ও সমুদ্র গবেষণায়ও সহযোগিতা প্রয়োজন।

ডাচ প্রধানমন্ত্রী স্কুফ বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনে জানান, তিনি প্রস্তাবগুলো পর্যালোচনা করবেন। পাশাপাশি বস্ত্র খাতে সহযোগিতার সম্ভাবনাও খুঁজে দেখার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকি নিয়েও আলোচনা হয়। ইউনূস বলেন, নির্বাচনের আগে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা দরকার। তিনি অভিযোগ করেন, ১৫ বছরের স্বৈরশাসনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, আর বর্তমানে আগের শাসকদের ঘনিষ্ঠরা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

তিনি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জানান, গণতান্ত্রিক রূপান্তরের প্রস্তুতির জন্য তিনি ছয়জন রাজনৈতিক নেতাসহ নিউইয়র্ক সফরে রয়েছেন। তরুণদের ভোটে অংশগ্রহণের আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি।

ডাচ প্রধানমন্ত্রী স্কুফ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ভুয়া তথ্য ছড়ানো বৈশ্বিক গণতন্ত্রের জন্য বড় হুমকি। এর বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

সূত্র: বাসস

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন সচিবকে অবসর দিলো সরকার
তিন সচিবকে অবসর দিলো সরকার
তুচ্ছ ঘটনা ঘটলেও পুলিশ সতর্ক : আইজিপি
তুচ্ছ ঘটনা ঘটলেও পুলিশ সতর্ক : আইজিপি
ন্যায্য রূপান্তরের জন্য শ্রমিকের মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য : রিজওয়ানা
ন্যায্য রূপান্তরের জন্য শ্রমিকের মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য : রিজওয়ানা