• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচরে গৃহবধূর আত্মহত্যা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের চর গজারিয়া গ্রামে সোনিয়া (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনিয়া ওই এলাকার আকবর মাদবরের দ্বিতীয় স্ত্রী। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনও পরিষ্কার নয়।

খবর পেয়ে স্থানীয়রা শিবচর থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন। 

স্থানীয়রা জানান, সোনিয়া ছিলেন শান্ত স্বভাবের গৃহবধূ। হঠাৎ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্নাহত্যা।তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় নবজাতকের লাশ উদ্ধার
পাংশায় নবজাতকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে ফার্নিচার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
সিরাজগঞ্জে ফার্নিচার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান পাপ্পার
ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান পাপ্পার