বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া


ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে দক্ষ ও অর্ধদক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় দেশ আলবেনিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান আলবেনিয়ার রাষ্ট্রপতি বজরাম বেগাজ।
রাষ্ট্রপতি বেগাজ বলেন, “আমাদের দেশে শ্রমবাজারে কর্মীর চাহিদা বাড়ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি আলবেনীয় প্রতিষ্ঠান বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে এই প্রক্রিয়া আরও সম্প্রসারিত করা সম্ভব।”
তিনি আলবেনিয়ার দক্ষিণ উপকূলীয় অঞ্চলকে বাংলাদেশি পর্যটকদের জন্য সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরেন এবং বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থী তালিকাভুক্তির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে তারা প্রস্তুত।
বর্তমানে বাংলাদেশিদের আলবেনিয়া ভিসার জন্য আবেদন করতে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত দূতাবাসে যেতে হয়। এ প্রসঙ্গে ড. ইউনূস ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। জবাবে রাষ্ট্রপতি বেগাজ বলেন, “বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি আমরা বিবেচনা করছি। এর জন্য উচ্চ পর্যায়ের সরকারি সফর এবং প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা জরুরি।”
প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ ডাক্তার, নার্স, কারখানা ও কৃষিখাতসহ বিভিন্ন পেশায় দক্ষ ও অর্ধদক্ষ কর্মী সরবরাহে সক্ষম। তিনি নিয়োগ প্রক্রিয়া সহজ করতে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ। আলোচনায় বাংলাদেশ-আলবেনিয়া সম্পর্ককে আরও বহুমাত্রিক করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
ভিওডি বাংলা/জা