পিসিতে আসছে অ্যান্ড্রয়েড


দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে পিসি ও স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ছিল আলাদা। তবে সেই বাস্ততা বদলে যেতে চলেছে।
সম্প্রতি কোয়ালকমের এক ইভেন্টে প্রতিষ্ঠানটির সিইও ক্রিস্টিয়ানো আমন এবং গুগলের প্ল্যাটফর্ম ও ডিভাইস প্রধান রিক অস্টারলো ইঙ্গিত দিয়েছেন, পিসির জন্য আসছে অ্যান্ড্রয়েড।
রিক অস্টারলো জানান, আগে পিসি ও স্মার্টফোনের জন্য আলাদা সিস্টেম তৈরি করা হলেও এবার এগুলোকে একত্র করার কাজ চলছে। পিসি ও ডেস্কটপ কম্পিউটিংয়ের জন্য একটি সাধারণ প্রযুক্তিগত ভিত্তি গড়ে তোলা হচ্ছে।
অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম প্রধান সমীর সমত বলেন, “এটি আগামী বছরের জন্য আমাদের সবচেয়ে রোমাঞ্চকর প্রকল্প।” তার দাবি, ল্যাপটপ ও ট্যাবলেটে দ্রুত এআই সুবিধা আনা তাদের প্রধান লক্ষ্য।
জানা গেছে, ক্রোমওএসের অভিজ্ঞতাকে ভিত্তি করে অ্যান্ড্রয়েড প্রযুক্তি পুনর্গঠন করার পরিকল্পনা করছে গুগল। আর এই প্ল্যাটফর্মের কেন্দ্রে থাকতে পারে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন এক্স২ এলিট চিপসেট।
বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ সফল হলে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের সীমারেখা ভেঙে দিয়ে ব্যবহারকারীরা পাবেন একীভূত অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা।
ভিওডি বাংলা/ আরিফ