বরিশালের চরবাড়ীয়া ভাঙ্গার মাথায় পর্যটকদের ঢল


বরিশাল শহরের অদূরে চরবাড়ীয়ার ভাঙ্গার মাথা এলাকায় সম্প্রতি গড়ে উঠেছে বেশ কিছু রেস্টুরেন্ট। এসব রেস্টুরেন্টকে কেন্দ্র করে প্রতিদিন হাজারো ভ্রমণপিপাসু ও পর্যটকের সমাগম ঘটে। খাবারের স্বাদ নিতে ও নদীর পাড়ের মনোরম পরিবেশ উপভোগ করতে দলে দলে মানুষ ছুটে আসছে এ এলাকায়। এতে এলাকায় কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে। কিন্তু সরু সড়ক ও অপরিকল্পিত যান চলাচলের কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও আগত পর্যটকদের। বিশেষ করে ছুটির দিনে ও সাপ্তাহিক ছুটির বিকেলে পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ।
বিকেল থেকে রিকশা, সিএনজি, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ কয়েকগুণ বেড়ে যায়। এতে দীর্ঘ সময় ধরে যানজট লেগে থাকে। ছুটির দিনে যানজট ভয়াবহ আকার ধারণ করে। যাতায়াতের জন্য স্থানীয় বাসিন্দাদের সড়কটি একমাত্র পথ হওয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সও এই জটের শিকার হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সন্ধ্যার পর চলাচল প্রায় অসম্ভব হয়ে যায়। কর্মস্থল থেকে বাড়িতে ফিরতে ভোগান্তি পোহাতে হয়। একজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রেস্টুরেন্ট মালিকরা ব্যবসা করছেন, কিন্তু আমাদের জীবনযাত্রা নষ্ট হয়ে যাচ্ছে। গাড়ির হর্ন আর ধুলোবালিতে পরিবেশও খারাপ হচ্ছে।”
রেস্টুরেন্ট মালিকরা অবশ্য দাবি করেছেন, পর্যটকদের সুবিধার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। সরু সড়ক আর পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় সমস্যা বাড়ছে বলে তারা স্বীকার করেছেন।
এদিকে পর্যটকরা জানান, সুন্দর পরিবেশে সময় কাটাতে এলেও যানজটে আটকে থেকে আনন্দ মাটি হয়ে যায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, রেস্টুরেন্ট ব্যবসার মাধ্যমে স্থানীয় অর্থনীতি চাঙা হলেও এ সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। সমাধান হিসেবে তারা নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা, ট্রাফিক পুলিশ মোতায়েন এবং দীর্ঘমেয়াদে সড়ক প্রসারণের পরামর্শ দিয়েছেন।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইকবাল হাসান বলেন, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পর্যটন এলাকা হিসেবে যেসকল সুযোগ সুবিধা দেয়া প্রয়োজন সেগুলো দিতে আমরা কার্যক্রম গ্রহণ করবো।
ভিওডি বাংলা/ এমএইচ