• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

পাংশায় ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আধুনিক মানসম্মত চিকিৎসা সেবার প্রত্যয়ে রাজবাড়ীর পাংশায় উদ্বোধন হলো ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টার।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের বিসমিল্লাহ্ টাওয়ারের দ্বিতীয় তলায় এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাংশা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় এবং পাংশা ডায়াগনস্টিক ও ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি মো. বাহারাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামসুল আলম আকুল, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ,বি,এম ওয়াহিদুজ্জামান ও আহম্মদ আলী বাদশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মে. নাঈমুর রহমান দুর্জয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টার পাংশাবাসীর জন্য মানসম্মত ও আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে। এ প্রতিষ্ঠান সঠিক ও মানবিক সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে। জনগণের কল্যাণে কাজ করলে এটি হবে পাংশার মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল। তারা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রতিষ্ঠানটি সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে।

এ সময় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. ফয়জুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, অগ্রণী ব্যাংক রাজবাড়ী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. এনামুল হক সুজনসহ স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালের চরবাড়ীয়া ভাঙ্গার মাথায় পর্যটকদের ঢল
বরিশালের চরবাড়ীয়া ভাঙ্গার মাথায় পর্যটকদের ঢল
শিবচরে গৃহবধূর আত্মহত্যা
শিবচরে গৃহবধূর আত্মহত্যা
উত্তরের ৩ জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ
উত্তরের ৩ জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ