• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংবিধান ছাড়া শাসনব্যবস্থায় পরিবর্তন সম্ভব নয়: কার্কি

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পি.এম.
নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।। সংগৃহীত ছবি

নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের কোনও এখতিয়ার নেই শাসনব্যবস্থায় পরিবর্তন আনার— এমন মন্তব্য করেছেন নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তরুণদের সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থা ও কিছু সাংবিধানিক সংস্কারের দাবির প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী কার্কি বলেন, “শাসনব্যবস্থায় সংস্কার বা পরিবর্তনের এখতিয়ার বর্তমান সরকারের নেই। এমন কোনও সিদ্ধান্ত সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে পারে।”

তিনি জানান, আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার।

অভিবাসীদের ভোটাধিকারের বিষয়ে কার্কি বলেন, বিদেশে কর্মরত নেপালিদের ভোট প্রদানের সুযোগ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা ও প্রবাসী নেপালিদের সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য দাবির সমাধানে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

ভাষণে প্রধানমন্ত্রী সকল নাগরিককে আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “যোগ্য প্রতিনিধিদের বেছে নিতে উৎসাহের সঙ্গে ভোট দিন।”

তথ্যসূত্র: দ্য খবর হাব ইংলিশ

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ