পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলো বিএনপি


ফেনীর পরশুরামের সুবার বাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সুবার বাজারের পশ্চিম পাশের সড়ক ও সুবার বাজার-মনিপুর সড়কের বিভিন্ন স্থানে সুরকি ও বালু ফেলে সড়ক মেরামত করেন তারা।
স্থানীয়রা জানান, ২০২৪-২৫ সালের ভয়াবহ বন্যায় সড়কগুলো ভেঙে গেলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি। এতে জনসাধারণ, বিশেষ করে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। দুর্ভোগ লাঘবের জন্য স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উদ্যোগ নেন।
মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ আহমদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার রুবেল, যুবদল আহ্বায়ক রাজিব রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম নিশান, ছাত্রদল নেতা মো. মুসা ও শাকিবসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সংস্কার কাজে অংশ নেন।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহম্মদ খন্দকার বলেন, “বন্যায় ভেঙে যাওয়ার পর থেকে এসব সড়ক আর সংস্কার হয়নি। বিএনপির ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর নির্দেশে জনকল্যাণে স্বেচ্ছাশ্রমে এ কাজ করা হয়েছে। বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ।”
ভিওডি বাংলা/ এমএইচ