নলছিটিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা


ঝালকাঠির নলছিটিতে সুখি বেগম( ৫০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) ভোর রাত চারটার সময় উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবদুস সালাম।
নিহত সুখি বেগম ওই এলাকার মনির হাওলাদারের স্ত্রী। ঘটনার সময় সুখি বেগম তার বসতঘরে একা ছিলেন। তাকে হত্যার পরে বসতঘরের থাকা নগদ টাকা নিয়ে গেছে হত্যাকারীরা বলে অভিযোগ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
পরিবার ও পুলিশ সূত্র জানা যায়, সকাল দশটার দিকে তার প্রতিবেশীরা সুখি বেগমের কোন সাড়াশব্দ না হওয়ায় তাকে ডাকাডাকি করেন। এসময় ঘড়ের ভিতর থেকে কোন উত্তর না পাওয়ায় জানালা দিয়ে নাক মুখে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
নিহত সুখি বেগমের স্বামী মনির হাওলাদার পেশায় একজন মাংস ব্যবসায়ী। শুক্রবার ভোর রাত তিনটার দিকে গরু জবেহ করে বিক্রির জন্য জিরোপয়েন্ট এলাকায় অবস্থান করেছিলেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস ছালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
ভিওডি বাংলা/ এমএইচ