দেশে ফিরছে না লিটনরা, ৫ দিন পর আফগান সিরিজ


চলমান এশিয়া কাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়ে ১২৪ রানে অলআউট হয় টিম টাইগার্স। ফলে পাকিস্তান ১১ রানের ব্যবধানে ফাইনালে পৌঁছায়, আর বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শেষ।
জয়ের জন্য লক্ষ্যটা ছিল ১৩৬। দুবাইয়ে পাকিস্তানের বোলিংয়ের সামনে এমন টার্গেট তেমন অগ্নিপরীক্ষা হওয়ার কথা না। এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেন উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নামেন।
পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে। ১১ রানের জয়ে ফাইনালে চলে গেছে পাকিস্তান। অন্যদিকে, বিদায়ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের।
এশিয়া কাপ থেকে বিদায় নিলেও সহসা দেশে আসছে না লিটন দাসের দল। আগেই সব ঠিক করা ছিল, এশিয়া কাপের ব্যস্ততা শেষ হতেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতেই হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর।
এশিয়া কাপে একই গ্রুপে থাকা বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সুপার ফোরে পাকিস্তানের কাছে হারায় ফাইনালের স্বপ্ন পূরণ হয়নি।
ভিওডি বাংলা/জা