থাই সুন্দরীর ভিডিও ফাঁস, মুকুট বাতিল


মুকুট জয়ের একদিন পরই থাই সুন্দরী সুফানি নইনোংথং তার খেতাব হারালেন। ২০ সেপ্টেম্বর মিস গ্র্যান্ড থাইল্যান্ড প্রতিযোগিতায় মুকুট জয়ের পরপরই প্রতিযোগিতা কমিটি একটি বিবৃতিতে তার খেতাব বাতিলের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, সুফানির কর্মকাণ্ড প্রতিযোগিতার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সেই সময় সুফানি আগামী প্রতিযোগিতায় প্রাচুয়াপ খিরি খানের প্রতিনিধি হওয়ার কথা ছিল। কিন্তু মুকুট জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই তার কিছু বিতর্কিত ভিডিও অনলাইনে ভাইরাল হয়। ভিডিওতে তাকে প্রাপ্তবয়স্কদের খেলনা ব্যবহার করতে, ই-সিগারেট টানতে এবং খোলা পোশাকে নাচতে দেখা গেছে।
২৭ বছর বয়সী সুফানি সামাজিক মাধ্যমে পোস্টে এসব ভিডিও এবং নগ্ন ফটোশুটের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, করোনা মহামারির সময় আর্থিক সংকটের কারণে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে তিনি ‘অনলি ফ্যানস’ নামে একটি সাইটে অ্যাকাউন্ট খুলেছিলেন এবং সেখানে কনটেন্ট তৈরি করতেন। তার মা বর্তমানে মারা গেছেন।
এই ঘটনার পর সুফানি অনুতপ্ত। তিনি বলেন, “এটা আমার জন্য বড় শিক্ষা। আমি প্রতিজ্ঞা করছি, নিজেকে আরও উন্নত করব এবং যেন এর পুনরাবৃত্তি না ঘটে।”
সূত্র : এনডিটিভি
ভিওডি বাংলা/জা