বাঁশখালীতে পুলিশের অভিযানে মাদকসহ আটক ৩


চট্টগ্রামে বাঁশখালীতে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার সাধনপুর ইউপি ৫নং ওয়ার্ডের বাণীগ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সাধনপুর ইউপি ৫নং ওয়ার্ডের বাণীগ্রাম সাকিনস্থ বিএম অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে বাঁশখালী টু পেকুয়া আঞ্চলিক সড়কের উপর চেকপোষ্ট মোঃ দিদার, মোঃ ফোরকাম, মোঃ ইকবাল, মোঃ দিদার আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ দুই হাজার একশত টাকা উদ্ধার করে পুলিশ।
আটকৃত মোহাম্মদ দিদার (৪১) পুকুরিয়া চানপুর এলাকার মৃত মোহাম্মদ হোসেন পুত্র। মোঃ ফোরকান (৪০) সাধনপুর দুয়ারী পাড়ার মৃত আব্দুল মোতালেব পুত্র। মোঃ ইকবাল (৩০) সাধনপুর এলাকার ফয়েজুল হক পুত্র।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ