• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ইউনূস স্যার নোবেল পেলে সেটা সরলতার জন্য’: রাশেদ খান

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ পি.এম.
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস যদি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান, তবে সেটা তার সরলতার কারণেই পাওয়া উচিত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লিখেছেন, ড. ইউনূস দুজন রাজনৈতিক প্রতিনিধিকে মঞ্চে তুলে বলেছেন— “These are the guys fighting on the street.” তাহলে বাকিদের কি রাস্তায় আন্দোলনে দেখা যায় না? এতে বোঝা যায়, তিনি নিরপেক্ষতার অভিনয় জানেন না।

রাশেদ খানের ফেসবুক পোস্ট।

তিনি আরও লিখেন, যাকে ভালোবাসেন, তার প্রতি সরাসরি সেই ভালোবাসা প্রকাশ করেন ইউনূস। এজন্যই তিনি তার কাছে ভালো লাগেন। অন্য উপদেষ্টারা মাঝেমধ্যে তাকে স্মরণ করিয়ে দেন, সবাইকে সমানভাবে মূল্যায়ন করতে হবে, নইলে অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতদুষ্ট বলে মনে হতে পারে। তখন ইউনূস নাকি হেসে বলেন— “ও, তাই নাকি! ঠিক আছে, তাদেরও ডাকো।”

পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, “স্যারের এই সরলতা বিশ্বে বিরল। আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন এই সরলতা ধরে রাখতে পারেন। অন্তত তাকে কেউ কুটিল বুদ্ধির মানুষ বলবে না।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ
প্রকৃত ইতিহাস জানার অধিকার নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ