জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ চায় মঞ্চ চব্বিশ


আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে মঞ্চ চব্বিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘরের সামনে মঞ্চ-২৪ আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি করেন বক্তারা।
তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে ১৪ দল একটি অপশক্তির নাম। এ দেশের মানুষের অধিকারকে উপেক্ষা করে স্বৈরাচার হাসিনাকে বৈধতা দিয়েছিল এই আওয়ামী জোট। সুশাসনের পরিবর্তে স্বৈরাচার, গণতন্ত্রের পরিবর্তে গোপন অপকৌশল এবং দেশের স্বার্থের পরিবর্তে বিদেশি আধিপত্যবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল ১৪ দলীয় জোট।
বর্তমান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান পতিত স্বৈরাচারের সহযোগী উল্লেখ করে বক্তারা আরও বলেন, বিপ্লব পরবর্তী অপরাধীদের পালিয়ে যেতে সহায়তা করেছেন সেনাপ্রধান। এছাড়া প্রশাসনের সর্বস্তরে বহাল তবিয়তে রাখা দোসরদের দ্রুত অপসারণের দাবি জানান তারা।
দাবি আদায় না হলে ছাত্রজনতা আবারও রাস্তায় নেমে বিপ্লবী সরকার গঠন করবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
ভিওডি বাংলা/ এমএইচ