নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা


ঝালকাঠির নলছিটি উপজেলায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উপজেলা নেতৃবৃন্দ ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৩০টায় সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহাড়ি দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই সভার আয়োজন করেছিল সিদ্ধকাঠি ইউনিয়ন সেচ্ছাসেবক দল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, সভায় সভাপতিত্ব করেন সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ তালুকদার, সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ রিয়াজ আহমেদ।
সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা ছালু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ আনিসুর রহমান হেলাল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সাইদুল কবির রানা, যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ মাহফুজ দেওয়ান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ জিয়াউল কবির মিঠু, মোঃ রেজওয়ানুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মেহেদী তারেক, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিব মল্লিক প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ রুমান খান, যুগ্ম আহবায়ক শাহালম তালুকদার, মোঃ রনি সিকাদার, মোঃ হারুন অর রশিদ, সদস্য মোঃ মনিরুজ্জামান মুন্না প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ তৃণমূল কর্মীদের সঙ্গে মতবিনিময় করে দলের নীতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। উপস্থিত নেতারা জনগণের কাছে ‘ধানের শীষে ভোট দিন’ এর আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে একযোগে কাজ করার গুরুত্ব সম্পর্কে গুরুত্বারোপ করেন।
সভা শেষে নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধভাবে দলের উদ্যোগ ও সেবামূলক কাজের প্রতি জোর দেওয়ার আহ্বানা জানান।
এছাড়াও সিদ্ধকাঠি ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ