• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গৌরীপুর প্রতিনিধি    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রামগোপালপুর পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ নুরুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক মজনু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদল, গৌরীপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, পৌর কৃষকদলের সভাপতি মোঃ গোলাম কাজীয়েল হাজাত মুন্সী (শাহী মুন্সী) এবং উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ।

এছাড়াও কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক কৃষকদল সভাপতি মীর হোসেন মীরন, যুবদল নেতা সমশের আলী  সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা কৃষকের অধিকার আদায়, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বিএনপির আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে রামগোপালপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডসহ ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
নাগরপুরে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছিরা
নাগরপুরে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছিরা