পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয় : মাওলানা সারোয়ার


জুলাই বিপ্লবকে আইনি ভিত্তি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টিভ) পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এমন মন্তব্য করেছেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী মাওলানা সারোয়ার হোসাইন মৃধা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে শিবচর প্রেস ক্লাবের সামনে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত পথসভায় তিনি এ বক্তব্য দেন।
শিবচর উপজেলা জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান শিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইউসুফ হাওলাদারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- সারোয়ার হোসাইন মৃধা,যুব বিভাগের সভাপতি মাস্টার লিয়াকত হোসেন, শিবচর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আল-আমিন।
শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সারোয়ার হোসেন মৃধা বলেন,জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে,আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষের পিয়ার পদ্ধতি চালু করা হোক,অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে,ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে,স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ‘যারা সরকারের দোসর, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। ১৪-দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে বাংলাদেশে আরেকটি অধ্যায় রচিত হবে,যার নেতৃত্বে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ ইউসুফ হাওলাদার,সহকারী সেক্রেটারি হাবিবুল্লাহ্ বাহার,শিবচর পৌর জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ বেলায়েত হোসেন,সেক্রেটারি মোঃ এমদাদ হোসেন,রোকন সদস্য মাওলানা আহসানুল করিম,হাফেজ আঃ জলিল শেখ, প্রচার ও মিডিয়া সেলের সভাপতি আবুল খায়ের খানসহ ইউনিয়ন জামায়াত, যুবজামায়াত,ওলামা বিভাগ ও ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে জাতির উদ্দেশ্য বক্তব্য প্রদান এবং মোনাজাত পরিচালনা করেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহতারাম মাওলানা মোঃ সারোয়ার হোসেন মৃধা।
ভিওডি বাংলা/ এমএইচ