• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শেরপুরে সারাদেশের মতো ও জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় পৌর শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শেরপুর শহরের ডিসি গেইটের সামনে থেকে শুরু হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ডিসি গেইটের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশ জেলা, উপজেলা, পৌর শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ অংশ নেয়।

এর আগে পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর -১ আসনের  এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। 

পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডা. আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, বায়তুল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম, পৌর শহর জামায়াতের সহ সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারসহ আরো অনেকে।

জামায়াতের ৫ দফা দাবিগুলো হলো-  জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফ্লিড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম- নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রক্ষমতার ভারসাম্যে গণভোটে ‘হ্যাঁ’ প্রয়োজন
রিজওয়ানা হাসান রাষ্ট্রক্ষমতার ভারসাম্যে গণভোটে ‘হ্যাঁ’ প্রয়োজন
রাজশাহীতে ৬ আসনের ২৯ প্রার্থী নির্বাচনী প্রতীক পেলেন
রাজশাহীতে ৬ আসনের ২৯ প্রার্থী নির্বাচনী প্রতীক পেলেন
যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, জনতার হাতে খুনি নিহত
যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, জনতার হাতে খুনি নিহত