ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে তার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দীনা ইউনূসের সঙ্গে ছবি তুলেছেন। গত ২৩ সেপ্টেম্বর (সোমবার) নিউইয়র্কে আয়োজিত ওই বিশেষ সংবর্ধনায় বিশ্বের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেইজে ছবিটি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দীনা ইউনূস ক্যামেরাবন্দী হয়েছেন।
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎ দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার গুরুত্বকে নতুনভাবে তুলে ধরে।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ভিওডি বাংলা/জা