• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে তার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দীনা ইউনূসের সঙ্গে ছবি তুলেছেন। গত ২৩ সেপ্টেম্বর (সোমবার) নিউইয়র্কে আয়োজিত ওই বিশেষ সংবর্ধনায় বিশ্বের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেইজে ছবিটি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দীনা ইউনূস ক্যামেরাবন্দী হয়েছেন।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎ দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার গুরুত্বকে নতুনভাবে তুলে ধরে।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা
এভারকেয়ারে কমছে খালেদা জিয়ার উৎসুক জনতার ভিড়
এভারকেয়ারে কমছে খালেদা জিয়ার উৎসুক জনতার ভিড়
গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন এইচ এম এরশাদ
স্বৈরাচার পতন দিবস: গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন এইচ এম এরশাদ