ফেনীতে তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


ফেনী কিং কমিউনিটি সেন্টারে জেলার আওতাধীন ৬ উপজেলা ও ৫ পৌরসভা তাঁতীদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজী হাবিবুল্লাহ মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী সারোয়ার জাহান শ্রাবন, সাবেক জেলা সহ সাংগঠনিক সম্পাদক নাসির ইমাম ভুট্রু এবং জেলা তাঁতীদলের সদস্য সচিব ইয়াসিন বাবু।
এছাড়া পৌর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকসুদুর রহমান স্বপনসহ জেলা, সদর, পৌর ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তাঁতীদলে অবশ্যই যাচাই-বাছাই করে সদস্য গ্রহণ করতে হবে, যাতে কোনো অপশক্তি প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। দলের মধ্যে ত্যাগী নেতাকর্মীর অভাব নেই—তাদের নিয়েই দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বক্তারা আরও বলেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।
এসময় তারা সতর্ক করে বলেন, দলের ভিতরে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে বা দলের বিরুদ্ধে গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ