• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

রাজাপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি রাজাপুর বাইপাস মোড় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা সভাপতি মাস্টার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা শাখার কেন্দ্রীয় শুরা সদস্য ও সেক্রেটারি হাফেজ ক্বারী ইব্রাহীম আল-হাদি।

তিনি বক্তব্যে বলেন, “৫ দফা দাবির ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সময়ের দাবি হয়ে উঠেছে। শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। কোনো ফ্যাসিবাদিকে ভোট দিয়ে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না।” এ সময় তিনি আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা মুফতি আসাদুজ্জাম এবং ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাটমোহরে বিশ্ব নদী দিবস পালন
চাটমোহরে বিশ্ব নদী দিবস পালন
গোবিন্দগঞ্জ গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
গোবিন্দগঞ্জ গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
গাইবান্ধা সদর উপজেলা মাদকবিরোধী কর্মসূচি পালন
গাইবান্ধা সদর উপজেলা মাদকবিরোধী কর্মসূচি পালন