শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজার মণ্ডপ


হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল (রোববার) মহাষষ্ঠী থেকে শুরু হবে। পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে।
এ বছর দুর্গাপূজার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সারাদেশে ৩৩,৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ১,৮৯৪টি বেশি। ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। মণ্ডপ নির্মাণ, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
শারদীয় পূজাকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এছাড়া শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় দেশের মানুষ টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবে।
এবারের পূজার প্রধান তিথিগুলো হলো- ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী।
শাস্ত্রীয় মতে, এ বছর দুর্গার আগমন হচ্ছে গজে (হাতি), যা শান্তি, সমৃদ্ধি ও শস্যের প্রতীক। তবে দুর্গার প্রস্থান হবে দোলায় (পালকি), যা অশুভ ও মহামারীর ইঙ্গিত বহন করে। শাস্ত্রকারদের ব্যাখ্যা অনুযায়ী, দুর্গা ভক্তদের সকল বাধা, ভয় ও দুঃখ থেকে রক্ষা করেন। ‘মহাচণ্ডী’-তে উল্লেখ রয়েছে যে, ত্রেতা যুগে রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে শক্তি বৃদ্ধির জন্য শরৎকালে মহামায়ার পূজা করেছিলেন, যা থেকে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর এই উৎসব পালন করে আসছেন।
উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি এবং স্বেচ্ছাসেবক বাহিনী নিরাপত্তায় মোতায়েন থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে। ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষও খোলা হবে।
ঢাকেশ্বরী মন্দিরে পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, বস্ত্র ও মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা এবং বিজয়া শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশন, তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ বিভিন্ন মন্দিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা সকল ধর্ম-বর্ণের নাগরিককে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।
ভিওডি বাংলা/জা