• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হান্নান শাহ’র নবম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পি.এম.
আ.স.ম হান্নান শাহ্’র নবম মৃত্যুবার্ষিকী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহ্’র নবম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে বিকেলে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়ায় হান্নান শাহ্’র গ্রামের বাড়িতে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এছাড়া আগামী ১১ অক্টোবর কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভার আয়োজন করেছে ‘হান্নান শাহ্ স্মৃতি সংসদ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে দলের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তাঁর ছেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

১৯৯১ ও ’৯৬ সালে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হান্নান শাহ। ১৯৯৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ২০০৯ সালে স্থায়ী কমিটির সদস্য হন তিনি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র‍্যাফেলস হার্ট সেন্টারে মারা যান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদির ওপর হামলা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র: নাহিদ ইসলাম
হাদির ওপর হামলা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র: নাহিদ ইসলাম
দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা: আসিফ মাহমুদ
দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা: আসিফ মাহমুদ
এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ