নখদন্তহীন মানবাধিকার কমিশন আর চাই না: দেবপ্রিয় ভট্টাচার্য


জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর করার দাবি জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, “বিগত সময়ে আমাদের নখদন্তহীন ও মেরুদণ্ডহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছে। এমন কমিশন আমরা চাই না।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
দেবপ্রিয় বলেন, ২০০৯ সালে কমিশন গঠনের সূচনা হলেও দীর্ঘ সময় ধরে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ২০২৪ সালের নভেম্বর থেকে কমিশন বাতিল হওয়ার পর প্রায় এক বছর ধরে বাংলাদেশে নতুন কমিশন নেই। অথচ অন্যান্য কমিশন সরকার গঠন করেছে।
তিনি প্রশ্ন তোলেন, “নতুন খসড়ায় কী নতুনত্ব আছে, যার ফলে পিছিয়ে পড়া মানুষের মানবাধিকার বাস্তবায়ন হবে?”
তার দাবি, মানবাধিকার কমিশনে সৎ, নীতিবান ও সাহসী ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। “মেরুদণ্ডহীন ভালো মানুষ দিয়ে কার্যকর মানবাধিকার রক্ষা সম্ভব নয়।”
আলোচনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, খসড়ায় পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার ইস্যু উপেক্ষিত। এছাড়া দ্বৈত নাগরিকত্ব ও আমলাদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ড ও প্যারিস চুক্তির লঙ্ঘন।
‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ আয়োজিত এ আলোচনায় জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, স্বাধীনতা ও কার্যপরিধি নিয়ে আন্তর্জাতিক মানদণ্ডে পর্যালোচনা এবং খসড়াকে কার্যকর করার জন্য নানা পরামর্শ দেওয়া হয়।
ভিওডি বাংলা/ আরিফ