• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

ইবি প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড ট্যুরিজম ডে' উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যালী এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ব্যাবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি, অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেক কাটা হয় এবং কবুতর ওড়ানো হয়। ক্যাম্পাসে কিছু বৃক্ষরোপণ করা হয়। পরে একটা র‍্যালী ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান কিছু সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ বর্তমান বিশ্বে সাসটেইনেবল ডেভেলপমেন্ট কনসেপ্ট গ্রো করার পরে অত্যন্ত গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের প্রায় সবগুলো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ পড়ানো হয়। বাংলাদেশসহ বহির্বিশ্বে ট্যুরিজমের ওপর গবেষণা করার অনেক সুযোগ আছে। বাংলাদেশ ট্যুরিজমের দিক থেকে অনেক পিছিয়ে ছিল, কারণ প্রশিক্ষিত জনশক্তি ছিল না। আমি আশা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখান থেকে অধ্যায়ন শেষ করে বাংলাদেশের ট্যুরিজম খাতকে সমৃদ্ধ করতে কাজ করবে। টুরিজম খাত উন্নত হলে বাংলাদেশ সাসটেইনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবে।'

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়া'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়া'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাবি স্নাতক ভর্তির আবেদন শেষ হচ্ছে রোববার
রাবি স্নাতক ভর্তির আবেদন শেষ হচ্ছে রোববার
কারও প্রতি কোনো অভিযোগ নেই-চবি শিক্ষার্থী সুমন
চিরকুট: কারও প্রতি কোনো অভিযোগ নেই-চবি শিক্ষার্থী সুমন